ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হামাসের ঝড়ো হামলা, ঘাঁটির ‘সব ইসরায়েলি সেনা নিহত’

* তেলআবিব ও হাইফায় হুথিদের ড্রোন হামলা * মার্কিন রণতরীতে হামলা, ‘পিছু হটতে বাধ্য’ হলো যুদ্ধজাহাজগুলো * ২৪ ঘণ্টার মধ্যে গাজা নিয়ে ‘নতুন তথ্য দেবেন’ ট্রাম্প
হামাসের ঝড়ো হামলা, ঘাঁটির ‘সব ইসরায়েলি সেনা নিহত’

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস গত বুধবার জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফা শহরের পূর্বে আল-মাশরু জংশনের কাছে ইসরায়েলি সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে সফলভাবে আঘাত হেনেছে তাদের যোদ্ধারা। দুটি টিজিবি রকেট দিয়ে বাড়িতে আঘাত হানা হয়। এতে অনেক সেনা নিহত এবং আহত হন। এরপর কাসসামের যোদ্ধারা বাড়িতে ঢুকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বাকি সেনাদের নির্মূল করেন। একই এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে আল-কাসসাম। ১০ ইসরায়েলি সেনা ও দুই সামরিক কুকুর নিয়ে গঠিত একটি পদাতিক টহল দলকে পরিকল্পিত স্থানে যেতে প্রলুব্ধ করা হয়। দলটি সেখানে গেলে একাধিক এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বহু ইসরায়েলি সেনা হতাহত হন। পরে কয়েকটি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেওয়া হয়। ‘গেটস অব হেল’ অপারেশনের অধীনে অভিযান দুটি পরিচালিত হয় বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা।

আল-মায়াদিনের খবরে বলা হয়, ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে বুধবার সিরিজ সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের হুথি আনসার-আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। টিভি বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ড্রোন ইউনিট ইসরায়েলের দুটি অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে দুটি ড্রোন ব্যবহার করে দক্ষিণ ইসরায়েলের এলিয়াতে র‌্যামন বিমানবন্দরে হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে ইয়াফা শ্রেণির ড্রোন ব্যবহার করে হামলা করা হয় তেলআবিবের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক যুদ্ধের জবাবে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। একই বিবৃতিতে মুখপাত্র জানান, তাদের নৌ ও ড্রোন বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোতে একটি শীর্ষস্তরের সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে ব্যালিস্টিক মিসাইল ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। এর মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার প্রস্তুতি নস্যাৎ হয়েছে বলে জানান সারি। তিনি জানান, হামলার পর রণতরীটি লোহিত সাগরের উত্তর দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন তথ্য পাওয়া যেতে পারে। বুধবার হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘কী ঘটতে যাচ্ছে, তা আমরা দেখতে পাব। বর্তমানে গাজা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এটা আপনারা জানেন। সম্ভবত আপনারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন তথ্য জানতে পারবেন।’ গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০০ জন নিহত হওয়ার খবরের মধ্যে হোয়াইট হাউসে রিপোর্টারদের তিনি এ কথা জানান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার উপত্যকাজুড়ে হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত