চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো বিভিন্ন বয়সি ২০ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা। গতকাল বুধবার সকালে উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো বিভিন্ন বয়সি ২০ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা। আজ সকালে উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফাহাদ মাহমুদ জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে মাসুদপুর সীমান্তের ৪/৫-১এস পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে ঠেলে পাঠানো হয়। এসময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। পরে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, ৭ জন নারী ও ১০ শিশু-কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে। বিজিবি জানিয়েছে, ধারাবাহিকভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে এ নিয়ে তৃতীয়বারে মতো ঠেলে পাঠানোর ঘটনা ঘটল। এর আগে ৩ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও ২৭ মে ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানো হয়।