ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

বিগত তিনটি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক সাবেক মন্ত্রী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তাসহ ১৯ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান থানায় উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে পূর্বপরিকল্পিতভাবে জনগণের ভোটাধিকার হরণ, ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজি, র‍্যাবের সাবেক ডিজি ও গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধানের নাম রয়েছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। এটি যাচাই-বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ মামলার বাদী সালাহ উদ্দিন খান বলেন, ‘এ মামলার মাধ্যমে আমরা বারবার বলা নির্বাচন নিয়ে অনিয়ম, কারচুপি ও দমন-পীড়নের প্রাতিষ্ঠানিক রূপকেই সামনে আনতে চেয়েছি। এ বিষয়ে ২০১৮ সালেও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন সব আলামতসহ থানায় মামলা দায়ের করেছি।’

বিএনপির অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সদস্যরা সাংবিধানিক দায়িত্ব পালন না করে ক্ষমতাসীনদের স্বার্থে কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের আইজিপি, এনএসআই, ডিজিএফআই এবং এসবির তৎকালীন প্রধানরা তাদের ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করেছেন। মামলার অনুলিপি এরইমধ্যে নির্বাচন কমিশনেও জমা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত