ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় চারজন বিশেষজ্ঞের বিশেষ মতবিনিময় সভা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সংসদ সদস্যরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘ভবিষ্যতে এগিয়ে নেওয়ার’ আগ্রহের কথা জানিয়েছেন। গত শ্রক্রবার কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি ও চারজন বিশেষজ্ঞের মধ্যে মতবিনিময় সভা হয়। এর আগে দ্য হিন্দুর করা এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত কীভাবে সেখানে হারানো প্রভাব পুনরুদ্ধার করতে পারে- সেসব বিষয় সভায় আলোচনা হতে পারে। মতবিনিময় সভার বিষয়ে অবগত এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে জানায়, সব সংসদ সদস্যই ভারত ও বাংলাদেশের মধ্যকার বিষয়গুলো নিয়ে সহানুভূতি ও সচেতনতা দেখিয়েছেন। সভায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা উঠে এসেছে।