ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে গত বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে ফিলিস্তিন সংকটের উপর জোর দেন তারা। আরাঘচি গাজায় ইসরাইলের চলমান অপরাধ বিশেষ করে নেতানিয়াহু সরকার যে গাজাবাসীর খাদ্য ও পানি থেকে বঞ্চিত করছে, তার নিন্দা জানান। সেই সঙ্গে গণহত্যা বন্ধে এবং ইসরাইলি আগ্রাসন রুখে দিতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরী শীর্ষ সম্মেলনের পাশাপাশি সম্ভাব্য সমস্ত আন্তর্জাতিক ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানান। এছাড়া অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে একত্রীকরণের জন্য তেল আবিবের চলমান প্রচেষ্টা নিয়ে হুঁশিয়ারি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এটাকে তিনি ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার বিস্তৃত জায়নবাদী প্রকল্পের অংশ বলে বর্ণনা করেন। ফিলিস্তিন ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের নিন্দা জানান এবং ওআইসির জরুরি সম্মেলনসহ ফিলিস্তিনিদের সমর্থনে জরুরি ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। গত প্রায় দুই বছর ধরে গাজায় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এতে এক সময়ের সাজানো-গোছানো গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি-ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়েছে এর প্রায় ২৩ লাখ বাসিন্দা। হতাহত হয়েছে কয়েক লক্ষ মানুষ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ হাজার ৫৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু এবং আরও অন্তত ১ লাখ ৪৩ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।