ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৯৯০ বুথে ভোটগ্রহণ, গণনা পর্যবেক্ষণে সিসিটিভি

৯৯০ বুথে ভোটগ্রহণ, গণনা পর্যবেক্ষণে সিসিটিভি

সাড়ে তিন দশকের বেশি সময় পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সেদিন বিশ্ববিদ্যালয়ের ৯ একাডেমিক ভবনের ১৭ কেন্দ্রের মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ হবে।

গতকাল মঙ্গলবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।নির্বাচন কমিশন সূত্র জানায়, মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, জামাল নজরুল ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন এবং জগদীশ চন্দ্র ভবনের দুটি করে কেন্দ্রে এসব বুথ স্থাপন করা হবে। জুবেরী ভবনে একটি কেন্দ্র থাকবে।

ভোট গণনা হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

পুরো ভোটগণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল। এর আগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি প্রেস কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

উপাচার্য বলেন, ‘রাকসু নির্বাচন কতটা স্বচ্ছভাবে হচ্ছে, গণমাধ্যম কতটা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করছে এবং সামগ্রিক পরিবেশ কেমন—এসব বিষয় নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারবে নির্বাচনের খবর। এজন্য প্রেস কর্নারে ইন্টারনেটসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।’

গত ২৮ জুলাই রাকসুর তফসিল ঘোষণা হয়। সংশোধিত সূচি অনুযায়ী গতকাল সোমবার প্রচারণা শুরু হয়েছে এবং চলবে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। রাকসু নির্বাচনে ২৩টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪৮ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন। পাশাপাশি সিনেট সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৫৮ জন শিক্ষার্থী।

হল সংসদে মোট ৫৯৭ জন প্রার্থী ১৭টি আবাসিক হলের ১৫টি করে পদে লড়বেন। এর মধ্যে ছেলেদের ১১টি হলে ৪৫৯ জন এবং মেয়েদের ৬ হলে ১৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে ১৭ হাজার ৬০০ জন পুরুষ ও ১১ হাজার ৩০৫ জন নারী।

এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় আরএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করতেছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করতেছেন। বিশ্ববিদ্যালয়ের এড়িয়া যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব? আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কি-ধরনের নিরাপত্তা লাগবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সে-অনুযায়ী পরিকল্পনা সাজাব।’

রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ১২ দফা ইশতেহার ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ইশতেহার ঘোষণা করা হয়।

প্যানেলের ঘোষিত ১২ দফা ইশতেহারের মধ্যে রয়েছে- অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, ‘রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট’ দপ্তর গঠন, ফি পরিশোধে ওয়ান-স্টপ সল্যুশন, কার্যকর ও শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গঠন, উপাচার্য নির্বাচন চালুর দাবি, প্রকৌশল শিক্ষার্থীদের জন্য আইইবি এক্রিডিশন, ‘ফুড অ্যান্ড পাবলিক হেলথ মনিটরিং গ্রুপ’ গঠন, সবার জন্য পৃথক ইনস্টিটিউশনাল মেইল, রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটি ফোরাম, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ সমন্বয় এবং পূর্ণাঙ্গ টি-এসএসসি বাস্তবায়ন। ইশতেহার ঘোষণার পর রাকসুতে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান বলেন, আমাদের সময় মাত্র এক বছর। এক বছরে বাস্তবায়নযোগ্য কাজগুলোই আমরা ইশতেহারে রেখেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে সমস্যার মুখোমুখি হন সেগুলোর মূল জায়গাগুলো সমাধানের চেষ্টা করবো আমরা।

প্রচার-প্রচারণা শুরু হয়েছে কিনা বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে আমরা প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা আমাদের আশ্বস্ত করছেন। আশা করি ভালো কিছু হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত