ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার চাকসু নির্বাচন ৩ দিন পেছাল

এবার চাকসু নির্বাচন ৩ দিন পেছাল

রাজশাহীর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আরও তিন দিন পেছানো হল। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পেছানো হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ১২ অক্টোবরের পরবর্তীতে ১৫ অক্টোবর ভোট হবে।

এর আগে অধিকাংশ প্যানেলের দাবি মেনে রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবরে নিয়ে যাওয়া হয়। এখন চাকসু নির্বাচন পিছিয়ে দেওযায় পর পর দুই দিন দুই ছাত্র সংসদের নির্বাচন হবে।

অধ্যাপক আরিফুল হক জানান, এদিন তাদের নির্বাচন কমিশনের সভা ছিল, সেখানেই নির্বাচন তিন দিন পেছানোর সিদ্ধান্ত হয়।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত সোমবার শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় শিক্ষার্থী ও বেশিরভাগ প্রার্থী নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ করেছিলেন। তাদের ভাষ্য ছিল, প্রচারের জন্য তারা যথেষ্ট সময় পাচ্ছেন না। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর পরদিন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। যেদিন খুলবে সেদিন থেকে মাত্র পাঁচ দিন সময় থাকবে প্রচারের জন্য।

নির্বাচন কমিশন সচিব বলেন, প্রার্থীদের আশঙ্কা, ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় ক্যাম্পাস খোলার পর রোববার বা সোমবার সকল শিক্ষার্থী না পৌঁছাতে পারে। এ কারণে তারা (প্রার্থীরা) আমাদের কাছে অনুরোধ করেছে, প্রচারের জন্য দুই/এক দিন সময় চায়। “আবার নির্বাচন কমিশনও মনে করে, পাঁচ কর্মদিবস প্রস্তুতির জন্য যথেষ্ট নাও হতে পারে। যেহেতু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের জনবলের সম্পৃক্ততার বিষয় আছে। আগে নয় দিন বন্ধ থাকলেও ওয়ার্কিং ডেগুলো আমাদের জন্য বেশি জরুরি।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন অফিসের প্রস্তুতি, শিক্ষার্থীদের আগ্রহ, এসব মিলিয়ে আমরা উপাচার্যের সাথে মতবিনিময়ে আলোচনা করেছি। যাতে শিক্ষার্থীদের আগ্রহ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিও থাকল।” সদস্যদের মতামত নিয়ে অধ্যাপক আরিফ বলেন, কমিশনের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি উত্থাপন করার পর সদস্যদের মতামতের ভিত্তিতে ১২ অক্টোবর রোববারের পরিবর্তে ১৫ অক্টোবর বুধবার ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার থেকে বাড়িয়ে আজ বুধবার করা হয়েছে। এছাড়া নির্বাচনের কারণে ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী নির্বাচনের পরদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে বলে জানান তিনি।

১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে কথা উঠলেও ভোটের আয়োজন হয়নি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেখানে ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তফসিল অনুযায়ী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র গ্রহণের এবং ১৭ সেপ্টেম্বর জমাদানের শেষ দিন ছিল। কিন্তু শেষ দিন ১৭ সেপ্টেম্বর ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ বাড়ানোর আবেদন করে।

এরপর কমিশন ফরম সংগ্রহের সময় একদিন এবং জমা দেয়ার তারিখ একদিন বাড়িয়েছিল। এখন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ও একদিন বাড়ানো হল।

গত বুধবারই প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত