
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েটি রাজনৈতিক দল। গতকাল শুক্রবার পিআর পদ্ধতি ও জুলাই সনদসহ পাঁচদফা দাবিতে দেশজুড়ে রাজপথে মিছিল ও বিক্ষোভণ্ডসমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জেলা ও উপজেলা পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুমণ্ডনির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলে। পিআর পদ্ধতির মধ্য দিয়ে দলগুলোর প্রাপ্ত ভোটের যথাযথ প্রতিফলন ঘটে, যেখানে ভোটারের প্রতিটি ভোট প্রার্থী বা দল হেরে গেলেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। সংসদে প্রার্থী বা সদস্য তার দলের মোট ভোটের অনুপাতে নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণরা এবার ভুল করবে না। তরুণ প্রজন্মের নেতৃত্বেই ভোট বিপ্লবের মাধ্যমে গড়ে উঠবে নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ।
এ সময় তিনি বলেন, জামায়াত দেশসেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে যা করার, সেই পরিকল্পনাই করবে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জামায়াতের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বা বাড়ি দখলের কোনো প্রমাণ কেউ দিতে পারেননি। অথচ আওয়ামী লীগ দেড় দশক ধরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে। তিনি বলেন, এখনো যারা নানাভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদের উচিত শিক্ষা দেবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অতীতের মতো এমন ভুল আর করবে না, যাতে বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদের জন্ম হয়। একটি সাম্যের ও বেকারমুক্ত দেশ গড়তে নতুন ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জাহিদুল ইসলাম।
নেত্রকোনা : জুলাই সনদের আইনি বৈধতা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখা বিক্ষোভণ্ডসমাবেশ ও মিছিল করে। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা জামায়াতের আমীর অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ। গতকাল শহরের কালেক্টরেট মাঠ থেকে মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নেত্রকোনা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক।
নীলফামারী : জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, শহর আমীর আনোয়ারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুসহ আরও অনেকে।
গোপালগঞ্জ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। গতকাল জুম্মার নামাজের পর শহরের গেটপাড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পৌর উমুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সমাবেশে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিম, সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও সেক্রেটারি আল মাসুদ খান বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
নওগাঁ : পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। গতকাল শুক্রবার নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোলা: পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি গতকাল বিকালে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। গতকাল বিকালে বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে ‘পিআর ছাড়া নির্বাচন মানি না মানব না’ এই স্লোগানে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌর শাখা। গতকাল সকালে জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌর শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাউদকান্দি মডেল থানাসংলগ্ন শহিদ রিফাত শিশু পার্কে এসে সমাবেশে মিলিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া : পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়েতে ইসলামি। গতকাল সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি মোড়, টি.এ রোড, হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুর রশীদ শাহ্ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভণ্ডমিছিল করেছেন। গতকাল মারকাজ মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক এইচএম মাজহারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়ের মোহাম্মদ বারাকাত উল্লাহ, মজানগর জামাতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল হাসান শামিম প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। গতকাল সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির হাজী আফতাবউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : ?মানিকগঞ্জের সাটুরিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গতকাল বিক্ষোভ মিছিলটি সাটু?রিয়া থেকে শুরু হয়ে বালিয়াটি জমিদার বাড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে বালিয়াটি জমিদার বাড়ির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাটু?রিয়া উপজেলা জামায়াতে আমির মাওলানা আবু সাঈদ বিএসসির সভাপ?তি?ত্বে ও সাটু?রিয়া উপ?জেলা যুব বিভা?গের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইসহাক এর সঞ্চালনায় প্রধান অ?তি?থি হিসাবে বক্তব?্য রাখেন, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য, সাবেক জেলা আমির ও মানিকগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।
তাড়াইল (কিশোরগঞ্জ) : আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচদফা দাবিতে বিক্ষোভণ্ডসমাবেশ করে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখা। গতকাল তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) জেহাদ খান।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। গতকাল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা জামায়াতের অসংখ্য নেতা কর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগাপাড়া স্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া।
মদন (নেত্রকোনা) : গতকাল মদন উপজেলা শাখার জামায়াতের আয়োজনে জুম্মার নামাজের পর পৌর সদরের কোর্ট ভিল্ডিং মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিলে নেতৃত্বে ছিলেন নেত্রকোনা ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার ।
ঝিনাইদহ : শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী সগির আহমদ বক্তব্য রাখেন। এ প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেন দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধিরা।