ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ত্রাণ পৌঁছাতে পারেনি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ইসরায়েলি বর্বরতায় ফুঁসছে বিশ্ব

* ৪৩ নৌযান জব্দ, থুনবার্গসহ ৩১৭ কর্মী আটক * কাঁপছে ইউরোপ, বিশ্বজুড়ে বিক্ষোভ * তীব্র নিন্দা জানাল কাতার ও দক্ষিণ আফ্রিকা * ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক * ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া * তীব্র নিন্দা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর * ‘কাপুরুষোচিত হামলা’ বলেছে পাকিস্তান * ‘বর্বর অপরাধ’ বলেছে হামাস
ইসরায়েলি বর্বরতায় ফুঁসছে বিশ্ব

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম অবরোধ ভাঙার চেষ্টায় ৪৫টিরও বেশি দেশ থেকে আসা ৫৩২ জন এমপি, আইনজীবী ও মানবাধিকার কর্মী বহনকারী ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। বিক্ষোভে উত্তাল জার্মানি, স্পেন, বেলজিয়াম, ইতালিসহ পুরো ইউরোপ। উত্তাল পুরো মুক্তিকামী বিশ্ব।

বিভিন্ন ধরনের সহায়তাসামগ্রী নিয়ে গাজা উপত্যকার কাছাকাছি আসা নিরস্ত্র নৌবহরটিতে গত বুধবার হামলা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। নৌযানগুলো থেকে অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইসরায়েল গতকাল বৃহস্পতিবার বিকালে জানিয়েছে, ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে। স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে উপকূল থেকে মাত্র ৯ দশমিক ৩ নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায়।

ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, বহু বছরের ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে তারা গাজা অভিমুখে যাচ্ছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের জাহাজগুলো ঘিরে ফেলে। জাহাজের কর্মীরা জানান, জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ বহরের কাছে পৌঁছে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’ বলেছে, ‘আমরা এখন জায়নবাদী সেনাদের হামলার শিকার।’ তারা আরও বলেছেন, ‘আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকে দেওয়া হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে।’

ইতালি অচল, ইউরোপজুড়ে বিক্ষোভ : ইসরায়েলের এই প্রতিবন্ধকতার প্রতিবাদে বৃহত্তম শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট আর বিক্ষোভে অচল হয়ে পড়েছে ইতালি। গত বুধবার সন্ধ্যায় ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়, যার মধ্যে নেপলসও রয়েছে। সেখানে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেন। রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশপাশে জমায়েত হওয়া প্রতিবাদকারীদের চারপাশে পুলিশ ঘিরে রাখে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহর, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, বেলজিয়ামের ব্রাসেলস এবং তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে এসেছেন লাখো মানুষ।

গতকাল বৃহস্পতিবার সকালে আলজাজিরা জানায়, ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযান জব্দ করেছে ইসরায়েল। তাছাড়া নৌযানগুলোতে থাকা ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে দখলদার বাহিনী। আটককৃতদের মধ্যে সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফ্লোটিলার আয়োজক সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে আসা ১২ জন রয়েছেন। তিনি বলেন, আটক ও নৌযান ঘেরাওয়ের পরও আমাদের মিশন থেমে নেই। তিনি বলেন, ‘এখনও প্রায় ৩০টি নৌযান ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা উপেক্ষা করে এগিয়ে চলেছেন তারা।’ গাজা উপকূল থেকে মাত্র ৪০ নটিকাল মাইল দূরে ছিল নৌযানগুলো। তখন প্রতিবন্ধকতা উপেক্ষা করে একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করে, আরও ২৩টি নৌযান তখন গাজার পথে ছিল। সকালে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুসারে, মিকেনো নামের একটি জাহাজ বৃহস্পতিবার সকালে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে। কিন্তু, ফ্লোটিলার আয়োজকদের সর্বোচ্চ চেষ্টার পরও ইসরায়েলি বাহিনীর নির্মম পদক্ষেপের কারণে নৌযানগুলো গাজায় আসতে পারেনি। বিকাল নাগাদ একটি ছাড়া সবগুলো জাহাজ আটকের খবর জানায় ইসরায়েল।

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক : ফ্লোটিলায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেইসঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে আঙ্কারা। এক প্রতিবেদনে আলজাজিরা বলছে, বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী নৌবহরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের ওপর হামলা প্রমাণ করে, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার ফ্যাসিবাদের ধারক, যারা গাজাকে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।’ মন্ত্রণালয় আরও বলেছে, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায়, ইসরায়েলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেওয়া হবে। নৌবহরে হামলাকারী অপরাধীদের বিরুদ্ধে আইনিব্যবস্থাও নেবে তুর্কি সরকার।

তীব্র নিন্দা জানাল কাতার : ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি বলে আখ্যায়িত করেছে। গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় ফ্লোটিলা থেকে আটক সবার অবিলম্বে মুক্তি দাবি করেছে। একইসঙ্গে ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলোম্বিয়া : গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধিদলকে তার দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। নৌবহরে ছিলেন দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। রাষ্ট্রপতি পেত্রো সামাজিকমাধ্যম এক্সে সতর্ক করে বলেন, এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হবে। যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেন।

তীব্র নিন্দা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর : সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা এবং স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছে।’ তিনি লেখেন, একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি ও অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনও পিছপা হব না।

‘কাপুরুষোচিত হামলা’ বলেছে পাকিস্তান : এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘আমরা ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে আটক সবার নিরাপত্তার জন্য মুনাজাত করছি এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’ তিনি ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, ‘অসহায় ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বহন করাই কি তাদের অপরাধ ছিল?’

ফ্লোটিলা থেকে পাকিস্তানের জামায়াত নেতা আটক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার ইসরায়েলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান-ফিলিস্তিন ফোরাম। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘সাবেক সিনেটর মুশতাক আহমদ খানকে ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেপ্তার করেছে। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে।’

ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট : ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে নৌযান আটক করাকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এ পদক্ষেপ বিশ্বব্যাপী গাজাবাসীর দুর্ভোগ লাঘবে যে সংহতি গড়ে উঠেছে, তার প্রতি অবমাননা। গতকাল রামাফোসা অবিলম্বে দক্ষিণ আফ্রিকান নাগরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জুয়েলিভেলি ম্যান্ডেলা। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে, এ ফ্লোটিলার বহনকৃত জীবনরক্ষাকারী সহায়তা যেন গাজার জনগণের কাছে পৌঁছানো হয়।’

‘বর্বর অপরাধ’ বলেছে হামাস : ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হামাস একে ‘বর্বর অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, এ ঘটনা বিশ্বের সব মুক্তিকামী মানুষের কাছে নিন্দিত হয়েছে। হামাস নৌযানগুলো জব্দ করা এবং এর কর্মীদের আটক করাকে ‘জলদস্যুতা ও সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, এ ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান ক্ষোভকে আরও তীব্র করবে। তারা অবিলম্বে ফিলিস্তিনপ্রেমী কর্মীদের এবং তাদের জাহাজগুলোকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, এই নৃশংসতা ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি একটি জঘন্য সন্ত্রাসী কাজ।’ তিনি ফ্লোটিলার কর্মী এবং বিভিন্ন দেশ থেকে আসা তৃণমূল গোষ্ঠীগুলোর মানবিক প্রচেষ্টার প্রশংসা করে বলেন, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং নিষ্ঠুর অবরোধ ভাঙার চেষ্টা করেছেন।’

বিশ্বজুড়ে নিন্দার ঝড় : মালদ্বীপ, ভেনিজুয়েলা, বলিভিয়া এবং ব্রাজিলও ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নাগরিকদের সুরক্ষার দাবি জানিয়েছে স্পেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি প্রতিবন্ধকতার কঠোর নিন্দা জানিয়েছেন। ফ্রান্স তার নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা নিশ্চিত করতে এবং দ্রুত দেশে ফেরার সুযোগ করে দিতে বলেছে। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানো রোধ করে নিন্দনীয় কাজ করেছে। বেলজিয়াম ইসরায়েলকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে সমুদ্র আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। উরুগুয়ে ইসরায়েলি পদক্ষেপ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত