ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৩৫ বছর পর রাকসুর ভোট আজ

৩৫ বছর পর রাকসুর ভোট আজ

উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল আজই ঘোষণা করবে রাকসু নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্র ও ৯৯০টি বুথ থাকছে। ভোটগ্রহণ শেষে গণনা করা হবে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এবং ফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। জানা গেছে, এবারে নির্বাচনে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলসহ মোট ১১টি প্যানেল অংশগ্রহণ করছে। সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন, আর ১৭টি হলে হল সংসদের ১৫টি পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৫৯৭ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচলসহ সার্বিক নিরাপত্তার দায়িত্ব প্রক্টরিয়াল বোর্ডের ওপর অর্পণ করা হয়েছে। তবে আমরা নিজেরাও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করেছে কর্তৃপক্ষ।

ভিপি-জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই : ভিপি পদে প্রতিদ্বন্দ্বী ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস ১৫ জন। অন্য গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থীর সংখ্যা নিম্নরূপ- ক্রীড়া সম্পাদক সাতজন, সহকারী ক্রীড়া সম্পাদক ছয়জন, সংস্কৃতি সম্পাদক ১০ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক ৯ জন, মহিলাবিষয়ক সম্পাদক ছয়জন, সহকারী মহিলা সম্পাদক আটজন এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন। তা ছাড়া সহকারি তথ্য ও গবেষণা সম্পাদক আটজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৯ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আটজন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ছয়জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক আটজন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১৬ জন এবং নির্বাহী সদস্য পদে প্রার্থী ৫৫ জন (এ পদে চারটি আসন)।

মোট ভোটার প্রায় ২৯ হাজার : রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৮ জন। এর মধ্যে ছেলে ভোটার ১৭ হাজার ৫৯৬ ও মেয়ে ভোটার ১১ হাজার ৩০৫ জন। ইউজিসির তথ্য অনুসারে, আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৬৭৩ জন, যা মোট শিক্ষার্থীর প্রায় ৩৩ শতাংশ। বাকি ৬৭ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক।

ভোটগ্রহণ কেন্দ্রগুলো : সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জুবেরী ভবন।

প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা : এবার রাকসু নির্বাচনে ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ এবং ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। বাকি প্যানেলের মধ্যে রয়েছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ (নেতৃত্বে তাসিন খান), আধিপত্যবিরোধী ঐক্য, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ (বাম সংগঠনগুলোর), রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ সমর্থিত), সচেতন শিক্ষার্থী সংসদ (ইসলামী ছাত্র আন্দোলন) এবং অপরাজেয় ৭১ অপ্রতিরোধ্য ২৪ (ছাত্র ইউনিয়ন একাংশ সমর্থিত)। তবে একটি ঘোষিত প্যানেলকে প্রচারণায় দেখা যায়নি বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্লেষকদের মতে, রাকসুর কাজ সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কার্যক্রম, সাময়িকী প্রকাশ, আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কিছু প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন ডিজিটাল সেবা চালু, চিকিৎসা সুবিধা বাড়ানো, শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন এমনকি বিবাহিত শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের মতো প্রশাসনিক সংস্কারের।

প্যানেলভিত্তিক প্রতিশ্রুতি : সম্মিলিত শিক্ষার্থী জোটের (শিবির সমর্থিত) ১২ মাসে ২৪ সংস্কারের ঘোষণা। এর মধ্যে রয়েছে ২০ শয্যার মেডিক্যাল সেন্টার, নারী নিরাপত্তা সেল গঠন, পৃথক নারী মসজিদ কমপ্লেক্স নির্মাণ, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ব্যবস্থা কার্যকর এবং শিক্ষক রাজনীতি বন্ধ ও মূল্যায়ন ব্যবস্থা চালু। ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের (ছাত্রদল সমর্থিত) অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার। এর মধ্যে রয়েছে নতুন হল নির্মাণ, গ্রন্থাগারে আসনসংখ্যা বৃদ্ধি, চিকিৎসাসেবার আধুনিকায়ন এবং অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভর্তুকি।

শেষ মুহূর্তে সরে দাঁড়ানো : স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান । এর আগে ১১ অক্টোবর ক্রীড়া সম্পাদক পদ থেকে মেহেদী হাসান পুলক সরে দাঁড়ান। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেন।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা : নির্বাচন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব সদস্য। ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির (ছাত্রদল) বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের ভূমিকা রয়েছে। এবারও আমরা মেধাবী ও উপযুক্তদের নিয়ে প্যানেল গঠন করেছি। বিজয় আমাদের হবে।’ ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া নির্বাচনে উৎসবের আমেজ একটু বেশি। ডাকসু-জাকসুর মতো রাকসুতেও শিক্ষার্থীরা ছাত্রশিবির মনোনীত প্যানেলের ওপর আস্থা রাখবে বলে আমরা আশাবাদী।’ এদিকে গতকাল বুধবার রাকসু নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশ কমিশনার বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়া মাঠ পর্যায়ে র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে আরএমপি ও অন্যান্য ইউনিটের ২ হাজার ৩০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত