ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালালের কার্গো ভিলেজে আগুন

ফায়ারের গাড়ি ঢুকতে ‘বাধা’

* নির্বাপণে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে : উপদেষ্টা * পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম * ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি * তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের চার্জ মওকুফ * কার্গো ভিলেজে এখনও ধোঁয়া
ফায়ারের গাড়ি ঢুকতে ‘বাধা’

সামান্য আগুনে শুরু। ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে বহুদূর। ফায়ার সার্ভিসের সদস্যদেরও প্রথমে অনুমতি মেলেনি বলে দাবি করছেন অনেকে। সবমিলিয়ে দীর্ঘসময়ের আগুনে ধ্বংসস্তূপে রূপ নেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। পুড়ে ছাই হয়ে যায় হাজার কোটি টাকার মালামাল। গতকাল রোববার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগা ভবন থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য চোখে পড়ে। ঠিক বাইরেই ধ্বংসস্তূপে নিজেদের পণ্যের শেষ চিহ্ন খোঁজার অপেক্ষায় রয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ভোর থেকে এখানে অপেক্ষমাণ থাকলেও এখনও ভেতরে প্রবেশ করার অনুমতি পায়নি তারা।

বিমানবন্দরের কার্গো ভিলেজের আট নম্বর ফটকের সামনে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হলে তারা জানান, গত শনিবার দুপুর সোয়া ২টায় আগুন লাগে। প্রথমদিকে সামান্য ধোঁয়া বের হতে দেখা যায়। ওই সময় এখানে কর্মরতরা তেমন গুরুত্ব দেননি বিষয়টিকে।

তাদের দাবি, যে আগুন ছিল তা আধা ঘণ্টার মধ্যেই নেভানো সম্ভব ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি এলেও অনুমতির জন্য অনেকক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। যা পরবর্তী সময়ে আশপাশে গড়ায়। শুরুতে গুরুত্ব দিলে এমনটা হতো না বলে মনে করেন তারা।

বিমানবন্দরের কার্গো ভিলেজে নিয়মিত আসা-যাওয়া করা কুইক এক্সপ্রেসের কর্মী সাঈদ বলেন, দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজের আমদানি কার্গো কমপ্লেক্সের কেমিক্যাল গোডাউনে প্রথম আগুন দেখতে পাই। কিছুক্ষণ পর দেখি ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি আসে। কিন্তু ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারছিল না এসব গাড়ি। ?কী কারণে যেন প্রায় আধা ঘণ্টার মতো দাঁড়িয়ে ছিল। শুক্র-শনিবার ছুটির দিনে মালামাল খালাস বন্ধ থাকে। এর মধ্যেই এত বড় দুর্ঘটনা ঘটে।

একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কর্মরত একজন বলেন, কার্গো ভিলেজে আমার প্রতিষ্ঠানের প্রায় সাত টন পণ্য ছিল। আগুনে সব পুড়ে গেছে বলে ধারণা করছি, কারণ এখনও কোনোকিছুর হদিস পাইনি। এতে আমাদের বহু ক্ষতি হয়েছে। যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।

তিনি বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দর থেকে ফোন পেয়ে ঘটনাটি জানতে পারি। ভেতরে হয়তো বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বা কোনো কেমিক্যাল থেকে লাগতে পারে। এটা আমরা এখনও জানি না, আমাদের জানানো হয়নি। তবে আগুন লাগার পর যেভাবে দেরি হয়েছে, তাতে বোঝা যায় ফায়ার সার্ভিসের গাফিলতি ছিল। একই প্রতিষ্ঠানে কর্মরত আরেকজন জানান, প্রথমে অল্প আগুন ছিল। কিন্তু ফায়ার সার্ভিস এসে অনুমতির জন্য দাঁড়িয়ে ছিল। তখনই যদি তারা কাজ শুরু করত, এত বড় ক্ষতি হতো না। পরে যখন আগুন ভয়াবহ হয়ে যায়, তখন তারা অনেক ইউনিট পাঠায়। তবে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এত বড় আগুন লাগলেও তাড়াতাড়ি নেভানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যা নিয়ে প্রশ্ন থেকে যায়।

সুপ্রিম স্টিচ লিমিটেড নামে একটি গার্মেন্টস কোম্পানির কর্মী বলেন, আমাদের পাঁচটা শিপমেন্ট ছিল। সব পুড়ে গেছে। প্রতিটি চালানে এক থেকে দেড় টন ফেব্রিক্স ছিল। এগুলো দিয়ে স্যাম্পল তৈরি হতো। নতুন অর্ডারের কাজ চলছিল। এখন পুরো ফ্যাক্টরি ঝুঁকিতে। কোটি কোটি টাকার মাল পুড়ে গেছে। ইন্স্যুরেন্স থাকলেও এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়।

ওরিয়ন গ্রুপের এক প্রতিনিধি বলেন, আমাদের অরিয়ন ফার্মার কেমিক্যাল ছিল এখানে। যাকে ওষুধের কাঁচামাল বলা হয়। এসব মালামাল ভেতরেই ছিল। ফায়ার সার্ভিসের স্পেশাল টিমের আনোয়ারকে জিজ্ঞেস করার পর জানালেন ওখানে কোনো মালামাল অক্ষত নেই। বাইরে কিছু রক্ষা করতে পেরেছে। বাকিগুলো পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় আরএইচ ফ্লাইটে মালামাল নেমেছে। ১টার দিকে গেট বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর আবার গেট খোলা হয়। তখন বিভিন্ন এজেন্সির লোকজন ভেতরে ঢোকেন। এর ১০-১৫ মিনিট পরই আগুন দেখা যায়। কুরিয়ারের পাশে আগুন লাগে। তখন ফায়ার সার্ভিসের গাড়ি একটা ছিল। কিন্তু তারা কোনো কার্যক্রম চালাতে পারেনি। অবশ্য আগুন নেভাতে আসা ফায়ারের গাড়ি ঢুকতে কোনো ধরনের বাধা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে বাধা দেওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে ডিজি স্যারও বলেছেন ‘এটা মিথ্যা’।

নির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে -বিমান উপদেষ্টা : আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার বিগ্রেড তা নেভানোর প্রক্রিয়া শুরু করে। তারপরও নির্বাপণ কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী তিন দিন যেসব নন-শিডিউল ফ্লাইট আসবে, তাদের ভ্যাট-ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা।

এদিকে নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। এখনও অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকাল থেকেই আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় রয়েছে সেনাবাহিনী, সিভিল অ্যাভিয়েশনসহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে। আর ৯ নম্বর গেইট দিয়ে ডেলিভারি দিচ্ছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে কার্গো কমপ্লেক্সের আশপাশে জড়ো হয়েছেন আমদানিকারকরা।

এসময় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর স্বল্প সময়ে ফায়ার সার্ভিস আসলেও আগুন নির্বাপণে অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অল্প সময়ের মধ্যে পুরো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিপুল অংকের ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান তারা।

বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (পণ্য রাখার স্থান) কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

এসব সরঞ্জাম গতকাল রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আনা হয়। বিমানবন্দরে আমদানি পণ্য খালাসে সিঅ্যান্ডএফের কাজ করে মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে কথা হয় মমতা ট্রেডিংয়ের কাস্টমস সরকার বিপ্লব হোসাইনের সঙ্গে। তিনি জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টের মাধ্যমে প্রায় ১৮ টনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল।

বিপ্লব হোসাইন বলেন, এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিতে হয়। সেই এনওসি নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। আজ খালাস হওয়ার কথা ছিল; কিন্তু তার মধ্যেই এসব পণ্য আগুনে পুড়ে গেছে।

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইচ উদ্দিন খান ও তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডও বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।

আগামী তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের চার্জ মওকুফ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার। গতকাল রবিবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন যেসব নন-শিডিউলড ফ্লাইট আসবে, সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করার বিষয়ে অর্ডার জারি করা হয়েছে। শেখ বশির উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা আজ পরিদর্শন করলাম। আগুনের কী পরিমাণ ভয়াবহতা ছিল আপনারা দেখেছেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা আন্তরিকতায় গত শনিবার ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের চ্যালেঞ্জ ছিল, বিমানবন্দর রান করার; সেটিও করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও কোনও দূর্বলতা বা অবহেলা আছে কিনা সেটি আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হবে। এখানে গোয়েন্দা প্রতিবেদনের ওপরও আমরা গুরুত্ব দেবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আজও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

আগুন লাগার পর সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। তবে আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

শাহজালালের কার্গো ভিলেজে এখনও উড়ছে ধোঁয়া : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে গতকাল রবিবার দুপুর দেড়টা পর্যন্ত সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এখন ফায়ার সার্ভিস দুইপাশ থেকে সেখানে পানি দিচ্ছে।

সরেজমিন দেখা গেছে, কার্গো ভিলেজের ৮ নম্বর ফটকের উত্তর পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। কার্গো ভিলেজে প্রবেশের ফটক এলাকা থেকেও ধোঁয়া উড়তে দেখা যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধ করতে চেষ্টা করছেন। অন্যদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ধ্বংসস্তূপ দেখতে আসছেন ভুক্তভোগীরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। যদিও কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন উপদেষ্টা শেখ বশির উদ্দীন। সঙ্গে ছিলেন বিজিএমইএ ও বিকেএমইএ এর একটি দল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা বিপুল পরিমাণ কাপড় ও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল আগুন লাগা ভবনে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। কবে নাগাদ ফের কার্গো ভিলেজ চালু করা যাবে তা পরে বলা যাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত