ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহে নির্বাচন অফিসে নেতাদের ভিড়

মনোনয়নপত্র সংগ্রহে নির্বাচন অফিসে নেতাদের ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। উৎসবমুখর ভোট উপলক্ষে সারা দেশে প্রার্থীরা রিটার্নিং অফিসার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র সংগ্রহে করতে আসা নেতাকর্মীদের ভিড় দেখা গিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিলের শুনানি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বলেও ঘোষণায় জানানো হয়। এছাড়া ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে।

আলোকিত বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চার প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন ঢাকায় বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয় থেকে থেকে এবং একজন ঢাকার বাইরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। তিনি জানান, ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা-৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল বুধবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।

বুধবার দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির কাছ থেকে লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে বিএনপি মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো: আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাসরীন আক্তার।

মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর সহকারী তারবিয়ত সেক্রটারি অধ্যাপক মাওলানা আলী আছগর। গতকাল বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন। গতকাল বুধবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জামায়াতের দুই প্রার্থী মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খাঁন ও মেহেরপুর-২ (গাংনী উপজেলা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা। গতকাল বুধবার দুপুরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত