ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বিরুদ্ধে দেশটির পশ্চিম কর্দোফান রাজ্যের আল-নাহুদে ৩০০ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ তুলেছে। আরএসএফ এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ঘোষণা দিয়েছে যে, তারা দক্ষিণ সুদানের আল-নাহুদ দখলের একদিন পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আরএসএফ মিলিশিয়া দেশের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জাতিগত নির্মূল চালিয়ে যাচ্ছে। গত দুই দিনে, এই মিলিশিয়া আল-নাহুদ শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি নতুন জঘন্য গণহত্যা চালিয়েছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৩০০ জনে পৌঁছেছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ‘আরএসএফ মিলিশিয়াদের প্রতি উদাসীনতার পাশাপাশি নম্র দৃষ্টিভঙ্গি’ পরিত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।

আরএসএফ শুক্রবার ঘোষণা দিয়েছে, তারা আল-নাহুদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং শহরে সেনাবাহিনীর ১৮তম পদাতিক ব্রিগেডের সদর দপ্তর দখল করেছে। আল-নাহুদ পূর্বে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালের জুলাই মাসে আরএসএফ তাদের মূল রাজধানী এল-ফুলা দখল করার পর পশ্চিম কর্দোফানের অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে আরএসএফ সুদানের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, ২০ হাজারেরও এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকরা মৃতের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার বলে অনুমান করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত