ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এরদোয়ান ও সিসির সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

এরদোয়ান ও সিসির সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আলোচনার বিষয়ে ম্যাক্রোঁ জানান, তিনি আগামী সপ্তাহে নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলন সম্পর্কেও কথা বলেছেন। এরদোয়োনের সঙ্গে ফোনালাপ সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট সামাজিকমাধ্যমে লেখেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে।’ পরে আল-সিসির সঙ্গে ফোনালাপের বিষয়ে তিনি বলেন, ‘বিপুল সংখ্যক শিশুসহ সাধারণ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত