ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না

বললেন ইহুদি রাব্বিরা
অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শত শত ইহুদি রাব্বি এক খোলাচিঠিতে গাজা উপত্যকায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ‘গাজায় মৃত্যুর মিছিল বেড়ে চলেছে এবং অপুষ্টি আরও প্রকট হয়ে উঠেছে; এই পরিস্থিতিতে আমরা আর নীরব থাকতে পারি না।’ তারা বলেন, বর্তমান পরিস্থিতি নারী-শিশুসহ বেসামরিক নাগরিকদের গণহত্যার শামিল। এর সঙ্গে সম্পর্কিত অন্য ঘটনায়, গত বৃহস্পতিবার ইসরায়েলি দখলদার বাহিনী হাইফা শহরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে প্রায় ২৪ জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীরা সেখানে গাজায় চলমান দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছিলেন। তারা সেখানে গাজার শিশুদের ছবি হাতে নিয়ে দাঁড়ান এবং ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণশাস্তি এবং পরিকল্পিত অনাহার’ হিসেবে অভিহিত করে তা বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত