ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

নিহত চার
দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে লাগা আগুনে অন্তত চারজন পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গতকাল মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় একের পর এক যানবাহন এক্সপ্রেসওয়েতে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার ও তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে ও বন্ধ হয়ে যাওয়া মহাসড়কটি দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। একই সঙ্গে আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি ছোট গাড়ির সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

এতে অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এখনও কুয়াশা রয়েছে। দৃশ্যমানতা কম থাকাই এ দুর্ঘটনার প্রধান কারণ। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা সম্পর্কে এসএসপি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত