ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অর্থনীতির গল্প

নিয়ামুল ইসলাম
অর্থনীতির গল্প

সুয়াইদ ইবনে গাফালা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, আমি এবং যায়েদ ইবনে সুহান ও সালমান ইবনে রাবিয়া (রা.) কোনো এক যুদ্ধে গিয়েছিলাম। সেখানে আমি একটি চাবুক পেয়ে তুলে নিলাম। পড়ে থাকা চাবুক নিতে দেখে আমার সঙ্গী দু’জন বললেন, ‘তুমি তা আপন স্থানে রেখে দাও।’ বললাম, ‘আমি রাখব না, বরং এর মালিককে খুঁজে বের করার জন্য ঘোষণা করব। যদি মালিক খুঁজে পাই, তাহলে তো ভালো; অন্যথায় আমি এটি নিয়ে ব্যবহার করব।’

এভাবেই আমি উভয়ের কথা প্রত্যাখ্যান করলাম। তারপর আমরা যুদ্ধ থেকে ফিরে এলাম। এর অল্প কিছুদিন পর আমার হজে যাওয়ার সময় এলে আমি মদিনায় চলে গেলাম এবং উবাই ইবনে কাব (রা.)-এর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি তাকে চাবুকের ঘটনা এবং সঙ্গীদ্বয়ের কথা সম্পর্কে বললাম। তিনি বললেন, আমি রাসুল (সা.)-এর যমানায় একটি থলে পেয়েছিলাম। তাতে ১০০ স্বর্ণমুদ্রা ছিল। আমি তা নিয়ে রাসুল (সা.)-এর কাছে গেলাম। তিনি বললেন, ‘তুমি তা এক বছর পর্যন্ত ঘোষণা করবে।’ এরপর আমি এক বছর পর্যন্ত ঘোষণা করলাম; কিন্তু তা চিনে নিতে পারে, এমন কাউকে পেলাম না। তাই আবারও তার কাছে গেলাম।

তিনি আরও এক বছর পর্যন্ত প্রচার করতে বললেন। আমি আরও এক বছর প্রচার করলাম। এরপরও কোনো দাবিদার পেলাম না। তারপর আবারও তার কাছে গেলাম। বললেন, ‘আরও এক বছর ঘোষণা দাও।’ আমি আরও এক বছর ঘোষণা করলাম। তারপরও কাউকে তার দাবিদার পেলাম না। অবশেষে বললেন, ‘তুমি এটির সংখ্যা, থলে ও তার বন্ধন সংরক্ষণ করে রাখবে। যদি এর মালিক আসে, তবে ভালো। অন্যথায় তুমি তা ভোগ করবে।’ তারপর আমি তা ভোগ করলাম। এরপর যখন মক্কায় এলাম, তখন সেটির মালিকের সাক্ষাৎ পেলাম। (মুসলিম : ৪৩৯৮)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত