ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে কি না সন্দেহ নূরের

ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে কি না সন্দেহ নূরের

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

তিনি বলেছেন, ‘নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরে হবে। প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এখন সন্দিহান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কি না। কারণ তার কতগুলো লক্ষণ থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক ঐকমত্য। কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি।’ গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত এক অনুষ্ঠানে নূর এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এভাবে দেশ চললে নির্বাচন কবে হয় জানি না। ভোট নিয়ে কি হয় আমরা জানি না।’ তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন ৪০০ করা হয় সেখানে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া উচিত।’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূর বলেন, ‘গত ৬ মাসে দৃশ্যমান ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্নস্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারত সরকার। কিন্তু তা করেনি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত