ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিনিয়োগ সংস্থাগুলোর ‘আইপিএ’ গঠনে আট সদস্যের কমিটি

বিনিয়োগ সংস্থাগুলোর ‘আইপিএ’ গঠনে আট সদস্যের কমিটি

দেশে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থায় ভিন্ন ভিন্ন নিয়ম ও প্রক্রিয়া থাকায় বিনিয়োগকারীরা প্রায়ই বিভ্রান্ত হন। এই জটিলতা দূর করতে সরকার একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের পরিকল্পনা নিয়েছে। সংস্থাটির নাম হবে ‘ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি’ বা আইপিএ। এই সংস্থা বিনিয়োগ সংক্রান্ত সব সরকারি প্রতিষ্ঠানকে একীভূতভাবে পরিচালনা করবে। এর লক্ষ্য হবে বিনিয়োগকারীদের জন্য একটি একক প্ল্যাটফর্ম তৈরি করা।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমানকে। সদস্য সচিব করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। কমিটি গঠনের প্রস্তাবনা আসে বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায়, যা অনুষ্ঠিত হয় গত ১৩ এপ্রিল। সেই সভায় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করা হয়।

এই কমিটি এখন সামগ্রিক দিক বিশ্লেষণ করবে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তারা মতামত দেবে। তাদের সুপারিশের ভিত্তিতে সরকার পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আশা করা হচ্ছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে, দেশে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া অনেক সহজ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত