ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হাজারীবাগে যুবকের লাশ উদ্ধার

হাজারীবাগে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে নুর উদ্দিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নুর উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম বেলায়েত হোসেন। বর্তমানে তিনি হাজারীবাগের শাহজাহান পার্কের পাশে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার ছিলেন।

লাশের সহকর্মী নিজাম উদ্দিন জানান, দুপুরে বাসার শয়নকক্ষে সবার অগোচরে গলায় ফাঁস নেন নুর উদ্দিন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীদের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কোনো কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। মো. ফারুক বলেন, ‘লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত