ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গবেষণা দিবস উদযাপন উপলক্ষে সভা

গবেষণা দিবস উদযাপন উপলক্ষে সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে গতকাল শনিবার শহীদ ডা. মিল্টন হলে গবেষণা দিবস উদযাপন উপলক্ষে বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের প্রধান পৃষ্টপোষকতায় ও সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির সম্মানিত সভাপতি ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (আইন) ও সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ।

গুরুত্বপূর্ণ এই সভায় উপ-কমিটির সম্মানিত সভাপতি ও সদস্য সচিবগণের মধ্যে মেডিসিন অনুষদেন সম্মানিত ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভীন আক্তার শামসুন নাহার, প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মাসুদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন (টিটো), সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহীদ মো. ফারুক ওসমানী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভুঁঞা, উপ-পরিচালক (জনসংযোগ শাখা) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-রেজিস্ট্রার (এস্টেট) ডা. মো. মশিউর রহমান কাজল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত