ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের হুমকিতে পালাননি মাদুরো, দেখা দিলেন অবশেষে

যুক্তরাষ্ট্রের হুমকিতে পালাননি মাদুরো, দেখা দিলেন অবশেষে

ট্রাম্পের হুমকিতে পালাননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে কয়েকদিন ধরে তার নিখোঁজ থাকার গুজব ডালপালা মেলছিল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে গত রোববার দেখা দিয়েছেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট।

এদিন রাজধানী কারাকাসে এক বাৎসরিক কফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাদুরো। গত বুধবারের পর এটি তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। এর আগে টেলিগ্রামে গাড়ি চালানোর একটি ভিডিও পোস্ট করার পর তাকে জনসমক্ষে আর দেখা না যাওয়ায় জল্পনা শুরু হয়, তিনি কি যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন? তবে সব জল্পনার অবসান ঘটালেন রোববারের অনুষ্ঠানে হাজির হয়ে। অনুষ্ঠানে মাদুরো বিভিন্ন কফির স্বাদ নিয়ে বিচারক হিসেবে পুরস্কার প্রদান করেন। তিনি সেখানে দেশের অর্থনীতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শেষ সময়ে স্লোগান তোলেন, ‘ভেনেজুয়েলা অদম্য, অচ্ছেদ্য, অপরাজেয়’। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত