ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

৭১ ও ২৪-এর গণহত্যাকারী দুই দলের চরিত্র এক : দুদু

৭১ ও ২৪-এর গণহত্যাকারী দুই দলের চরিত্র এক : দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘৭১ এবং ২৪-এর গণহত্যাকারী দুই দলের চরিত্র এক।’ তিনি বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনই ২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এ দুই শক্তির চরিত্র এক, লক্ষ্য এক এবং কর্তৃত্বও এক। বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করে এ অবস্থায় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে। একটি বিশেষ মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যেন দেশে নির্বাচন না হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত