ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাইক্লিং ও সামিটের রোমাঞ্চকর অভিযানে আবু রায়হান ও মিনহাজ

সাইক্লিং ও সামিটের রোমাঞ্চকর অভিযানে আবু রায়হান ও মিনহাজ

অচেনা রাস্তা, দীর্ঘ নীরবতা, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথ- এসব অনিশ্চয়তাকে সঙ্গী করেই এক দুঃসাহসিক অভিযানে যাত্রা শুরু করেছেন আবু রায়হান ও মিনহাজ। তারা সাইক্লিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা অতিক্রম করার পাশাপাশি দেশের তিন সর্বোচ্চ পাহাড়- সাকা হাফং, তাজিংডং ও কেওক্রাডং- সামিট করার লক্ষ্যে এই ব্যতিক্রমী অভিযান শুরু করেছেন।

এই অভিযান শুধুমাত্র ভ্রমণ নয় ; এটি একটানা শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষা। কখনও পাহাড়ি কুয়াশা, কখনও অজানা বনপথ, কখনও দীর্ঘ জনমানবশূন্য সড়ক- প্রতিটি ধাপেই অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ ও রোমাঞ্চ। সীমিত রসদ, দীর্ঘ সাইক্লিং রুট ও দুর্গম সামিটের পথে এগিয়ে যাওয়ায় এই অভিযাত্রা হয়ে উঠেছে আরও অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ।

এই অভিযানের মূল উদ্দেশ্য দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও দুর্গম ভূখণ্ডকে নতুন করে আবিষ্কার করা, স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং তরুণদের মধ্যে সাহস, শৃঙ্খলা ও পরিবেশবান্ধব জীবনদর্শনের বার্তা পৌঁছে দেওয়া। আবু রায়হান একজন আইন শিক্ষার্থী ও অভিজ্ঞ অভিযাত্রী। তিনি এর আগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দীর্ঘ দূরত্বের ক্রস-কান্ট্রি সাইক্লিংসহ বিভিন্ন ম্যারাথন ও সহনশীলতাণ্ডভিত্তিক অভিযানে অংশগ্রহণ করেছেন। সেই অভিজ্ঞতাই এই ঝুঁকিপূর্ণ অভিযানে তার প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ভিত্তি হিসেবে কাজ করছে। তার সঙ্গে এই অভিযানে যুক্ত হয়েছেন তার ডিপার্টমেন্টের ছোট ভাই মিনহাজ, যিনি সহযোদ্ধা হিসেবে প্রতিটি ঝুঁকি ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন সমান দৃঢ়তায়। দীর্ঘ ও চ্যালেঞ্জিং এই অভিযান সফলভাবে সম্পন্ন হলে তা দেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা- যা প্রমাণ করবে, সাহস ও সংকল্প থাকলে অজানাও জয় করা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত