
চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ১৫টি বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির একজন উপ-পরিচালককে প্রধান করে গঠিত প্রতিটি টিমের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ। অর্থাৎ ১৫ টিমে মোট ৭৫ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা কাজ করবেন। দুদক সংস্কারের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসানের সই করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের আওতায় চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার জন্য ১৫টি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গঠিত ১৫টি অনুসন্ধান টিম দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কার্য সম্পাদন করবেন। উক্ত অনুসন্ধান টিম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
১৫টি টিমের প্রধানরা হলেন- উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, মো. আল আমিন, মো. রাউফুল ইসলাম, মো. তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মো. মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন।
টিমের কার্যক্রম ও শর্তাবলির বিষয়ে জানা যায়, টিমের সদস্যরা যে উইংয়ের অধীনে গঠিত হয়, তার সঙ্গে সংযুক্ত থাকবেন। টিম লিডারকে টিম সদস্যদের কন্ট্রোলিং অফিসার হিসেবে বিবেচনা করা হবে। সে হিসেবে তিনিই সদস্যদের বার্ষিক এসিআর দেবেন।
প্রতিটি টিমের জন্য টাইপিং দক্ষতা সম্পন্ন একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।
টিম সদস্যদের চলমান তদন্ত ফাইলগুলো নিয়ে আসবেন।