ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তির টার্গেট

বললেন আসিফ মাহমুদ
জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তির টার্গেট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের ওপর পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

জুলাই অভ্যুত্থানের এই নেতা বলেছেন, ‘আমরা দেখেছি গত দুই দিনে বাংলাদেশে কী কী ঘটে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এ দেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে চব্বিশের পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পর এ দেশকে নেতৃত্বহীন করার জন্য জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল রোববার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ, যিনি এখন সংসদ নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ওসমান হাদি ঢাকা–-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে প্রচার চালানোর সময় গত শুক্রবার দুপুরে বিজয়নগরে আক্রান্ত হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি এখন সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ওসমান হাদির ওপর হামলার জন্য গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছেন তাঁর সমর্থকেরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরদিন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এই হামলার নিন্দা জানিয়ে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু ওসমান হাদি নয়, আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, একাত্তরে যেমন হানাদার বাহিনীর এবং তাদের এদেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি। ঠিক একইভাবে এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।’ওসমান হাদির মতো আসিফ মাহমুদও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা–১০ আসনে লড়তে চাইছেন তিনি। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথ নিয়েছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন।

বুদ্ধিজীবী দিবসে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে যান আসিফ মাহমুদ। তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ হয়েছিল, ৫৪ বছর পরে এসেও প্রাপ্তি অনেক কম। সে কারণেই ২০২৪ সালে জুলাই অভ্যুত্থান হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত