
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, ‘এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু হয়।’
তিনি আরও বলেন, ‘ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এ নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই ১৭ লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে।’ লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে কাজ করতে হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।
এদিকে, শনিবার সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। সারাদিনে জাতীয় পার্টির ১২টি আপিলের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।