ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত দুই

কুমিল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত দুই

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুজনই ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সালেহ আহম্মদ মেম্বার (৬৫) ও আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন (৩০)। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি। বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে সিএনজি অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায়। ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়েন। তিনি বলেন, গত চারদিন ধরে বিবাদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। গতকাল সকালেও উভয় পক্ষের লোকদের ফোন করে বারণ করেছি, যেন সংঘাতে না জড়ায়। কিন্তু তারা আমার কথা শোনেনি। এ বিষয়ে জানতে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত