কাউন্সিল অব মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গতকাল সোমবার ঢাকাস্থ মিরপুর সেনানিবাসের এমআইএসটির নিজস্ব কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় সহ-সভাপতি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এতে আরো উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন, বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মাহবুব-উল-আলম, এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, বিএমএ’র কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার শাহিদুল এমরান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল ইসলাম এবং অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের গণ্যমান্য সদস্যরা। শিক্ষা উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এমআইএসটি’র নিহত শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিন ও শহীদ রাকিবুল হোসেনসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও এমআইএসটির বর্তমান পরিকল্পনা ও অগ্রগতির প্রশংসা করে উপদেষ্টা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্যতা রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিকসের ওপর গবেষণা ও জ্ঞানার্জনে এমআইএসটির প্রতি আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে এমআইএসটির অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। নৌবাহিনী প্রধান জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রযুক্তিগত শিক্ষায় এমআইএসটির নেতৃত্বের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। বিমানবাহিনী প্রধান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ এবং উচ্চমানের প্রযুক্তিবিদ তৈরিতে এমআইএসটির অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।