ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা

শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা

দেশের লোকজ সংস্কৃতির ধারক এবং নান্দনিক প্রকাশের অংশ হিসেবে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের কার্যালয়ের এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, সাইকোলজিষ্ট ডা. মো. আখতারুজ্জামান সেলিম ও ডা. রাহানুল ইসলাম, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক ডা. নায়লা পারভীনসহ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে সুস্থ্য হয়ে ফিরে যাওয়া নারীরা। তারা বলেন, এই ধরনের আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির ধারাকে ধরে রাখতে সাহায্য করবে, পাশাপাশি সেন্টারের সাথে চিকিৎসারতদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে ও সুস্থতা ধরে রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যাক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শ্যামলিতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য সেবা দিয়ে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত