
ঢাকা মহানগরে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০১৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২২১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১৫টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৯টি গাড়ি রেকার করা হয়েছে। গত (৩ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।