সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজি-২৫২ ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করলে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়। সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।