কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গতকাল রোববার বলেন, উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে জনসচেতনা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ডের ভূমিকা অপরিহার্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ স্টেশন-আউটপোস্ট এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের সকল স্তরের স্থানীয় জনগণ, ছাত্র ও কর্মজীবী মানুষের অংশগ্রহণে গতকাল থেকে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কর্মসূচির আওতায় স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ দেড় শতাধিক দ্বীপবাসী অংশগ্রহণে করে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।