ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

প্লাস্টিক দূষণ বন্ধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

প্লাস্টিক দূষণ বন্ধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

প্লাস্টিক দূষণ বন্ধে এখন সচেতনতা তৈরি থেকে বাস্তবায়নের পথে এগোতে হবে। এ সংকট মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে যুক্ত করতে হবে তরুণদেরও। পাশাপাশি প্লাস্টিক দূষণের হাত থেকে জীববৈচিত্র্য, পরিবেশ রক্ষা করতে স্থানীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিশ্ব পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিস (ইউএনওপিএস), বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে স্বাগত বক্তব্যে ইউএনওপিএসের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর

মুরালিধরন বলেন, প্লাস্টিক কতটা ক্ষতিকর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ দূষণ বন্ধে এখনই সময় সচেতনতা থেকে বাস্তবায়নের পথে যাওয়া। ইউএনওপিএসের এই কর্মকর্তা বলেন, বাস্তবায়নের ঘাটতিকে অনেক সময় হালকাভাবে নেওয়া হয়। টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে বাস্তবায়নের ঘাটতি কাটিয়ে উঠতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত