ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন

তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া পরিমার্জনের জন্য গঠিত উপদেষ্টা কমিটি তামাক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তি ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)’ এর ধারার ৫.৩ সুস্পষ্ট লঙ্ঘন এবং উপদেষ্টা কমিটির এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা আহছানিয়া মিশন। গতকাল সোমবার ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ নীতিমালার ক্ষেত্রে তামাক কোম্পানির স্বার্থ থেকে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে সুরক্ষিত রাখা এফসিটিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশের দায়িত্ব। সেখানে উল্লেখ আছে, তামাক শিল্পের স্বার্থ ও জনস্বাস্থ্য নীতির স্বার্থের মধ্যে মৌলিক ও আপসহীন সংঘর্ষ রয়েছে। তাই, তামাক কোম্পানি বা তাদের সহযোগিতায় প্রণীত কোনো তামাক নিয়ন্ত্রণ আইন বা নীতির খসড়া বা সহায়তার প্রস্তাব সরকার গ্রহণ, সমর্থন বা অনুমোদন করতে পারবে না। কারণ, একটি পক্ষ চায় তামাক পণ্যের বিস্তার ও মুনাফা, আর অন্য পক্ষের লক্ষ্য সেই পণ্য জনিত ক্ষতি থেকে জনগণের সুরক্ষা নিশ্চিত করা। অথচ গত ১৩ জুলাই অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের ওপর তামাক কোম্পানিগুলোর মতামত গ্রহণ করা হবে। ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ জানান, সরকারের এমন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং তা তামাক শিল্পকে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে, যা জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এ ধরনের পদক্ষেপ শুধু আন্তর্জাতিক বাধ্যবাধকতাই ভঙ্গ করে না, বরং দেশের দীর্ঘদিনের তামাক নিয়ন্ত্রণ অগ্রগতির পথেও বড় বাধা হয়ে দাঁড়াবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত