ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পথশিশুদের সুরক্ষায় ও শিশুশ্রম নিরোধে মতবিনিময়

পথশিশুদের সুরক্ষায় ও শিশুশ্রম নিরোধে মতবিনিময়

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর পথশিশুদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে জাতীয় পর্যায়ের সেমিনার রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ পুলিশের ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, এমডিএস ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি (কর্মসূচি) ড. এসএম খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ডিআইসি প্রকল্পের সমন্বয়কারী মো. নাসির উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের কো-অর্ডিনেটর-মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শেখ শফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান বলেন, জন্মণ্ডমৃত্যু বিধিমালায় ২০১৮-এ পরিবর্তন করে ভবঘুরে পথশিশুদের যাদের বাবা-মা নেই তাদের ক্ষেত্রে ‘অপ্রাপ্য’ লিখে নিবন্ধন করতে পারি। সঠিক তথ্যের অভাবে অনেকে আমরা নিবন্ধন করতে পারি না। তিনি আরও বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে সমাজসেবা অধিদপ্তর কো-অপারেট করে কাজ করতে পারি। আহ্ছানিয়া মিশনের পথশিশুদের নিয়ে যে ড্রপ-ইন সেন্টার কাজ করছে তা আমরা মডেল হিসেবে সারাবাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত