ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান অভিযোগপত্র জমা দেন। মামলায় জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে এটিই দুদকের দেওয়া প্রথম অভিযোগপত্র।

দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, আদালত অভিযোগপত্র গ্রহণের পাশাপাশি পলাতক ৩৪ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার অন্য দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে গত ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করেন মো. মশিউর রহমান। ওই মামলার আসামিদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল এবং জাবেদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত