ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ডিসেম্বরে ১৫৫ কোটি ৫৯ লাখ টাকার পণ্যসামগ্রী জব্দ

বিজিবির অভিযানে ডিসেম্বরে ১৫৫ কোটি ৫৯ লাখ টাকার পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ২ কেজি ০৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪,৮৮৩টি শাড়ি, ২৬,১০০টি থ্রি-পিস/ শার্টপিস/চাদর/কম্বল, ২৬,৫২০টি তৈরি পোশাক, ৯,৮৮৩ মিটার থানকাপড়, ৪,৪৩,৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ১৬,৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩,৮৬,৮৮২টি আতশবাজি, ১১,১১৯ ঘনফুট কাঠ, ৪,৬৩৯ কেজি চা পাতা, ১০,০৯৯ কেজি সুপারি, ২৩,১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু, ৪,৬৩৬টি প্লাস্টিক/ইলেক্ট্রনিকস সামগ্রী, ১৯১টি মোবাইল, ১,৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬,৪৭৩টি চশমা, ৩৪,২৮১ কেজি জিরা, ৪,৭৮৭ কেজি চিনি, ১,০৩,৩২৬ কেজি পিয়াজ, ৬,০৬০ কেজি রসুন, ১,৯০৫ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৬,৫৭৫ কেজি সার, ৬১৫ প্যাকেট কীটনাশক, ৩১১ লিটার ডিজেল, ২,২৬,১১১ পিস চকোলেট, ৮৬৫টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/মহেন্দ্র, ১টি ট্রাক্টর, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২টি ট্রলি, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল এবং ৩৯টি বাইসাইকেল/ভ্যান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত