
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিজ্ঞান অনুষদ আয়োজিত ফ্রন্টিয়ারস ইন সায়েন্স-শীর্ষক দুদিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’। সম্মেলনের মূল উদ্দেশ হলো শিক্ষাবিদ, গবেষক, শিল্প বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং পরিবেশবান্ধব শিল্পায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা যাবে। গতকাল বৃহ¯পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, পৃষ্ঠপোষক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, সম্মেলনের সভাপতি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, সম্মেলনের কো-চেয়ার গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম খান ও সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক ড. আবু বিন ইমরান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি