বাংলাদেশ ও নেপাল এ দুদেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একই সঙ্গে দুদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক বাড়ানো দরকার আছে বলেও জানান তিনি।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ, সম্পর্ক বৃদ্ধি ও নেপাল ইকনমিক সামিট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক বাড়ানো করা দরকার। কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। এ সময় দুদেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে উল্লেখ করেন তিনি।