ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ কমল স্বর্ণের দাম

টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশের বেশি। গতকালও মার্কেটে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এদিকে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পর গতকাল শনিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় দাম বেড়েছে বলে সংবাদে জানানো হয়েছে। এ নিয়ে বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে পতনের মুখে স্বর্ণ।

স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ২২৮ ডলার ৫০ সেন্টে নেমে আসে। এর আগে গত ২২ এপ্রিল স্বর্ণের দাম এযাবৎকালের সর্বোচ্চ ৩ হাজার ৫০০ ডলারে ওঠে। এরপর গত বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গতকাল ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৪৩ দশমিক ৩০ ডলার হয়। বিশ্লেষকদের মতে, দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ ‘বার্গেইন হান্টিং’, অর্থাৎ স্বর্ণের দাম কমে যাওয়ায় অনেকেই তা কিনে রাখছেন। অনেক বিনিয়োগকারীর আশা, দীর্ঘ মেয়াদে স্বর্ণের চাহিদা বাড়তি। বিশ্লেষকেরা বলছেন, স্বর্ণের দাম এখনও সর্বোচ্চ দামের তুলনায় কয়েকশ’ ডলার কম। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী বাজারমুখী হচ্ছেন। তারা মনে করছেন, স্বর্ণের চাহিদা এখনও শেষ হয়নি। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে গত এক মাসে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ দশমিক ৬৯ শতাংশ বা ১১৪ দশমিক ৪৭ ডলার বেড়েছে। অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের দাম অনেকটা বেড়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন থেকে চীনের সঙ্গে আলোচনার কথা বলা শুরু করেন, তখন থেকেই স্বর্ণের দাম কমতে শুরু করে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কোন্নয়নের সম্ভাবনা বাজারে কিছুটা স্থিতিশীলতা এনেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে এবং বেইজিংও আলোচনার জন্য প্রস্তুত। এই পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে বিনিয়োগ করার প্রবণতা কমেছে। তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ এখনও ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে বিশ্ববাজারে যেভাবে স্বর্ণের দাম বাড়ছে, তাতে চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান মার্কস। এর আগে তাদের পূর্বাভাস ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলার। শুধু তা-ই নয়, দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬৫০ ডলার থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও স্বর্ণভিত্তিক ইটিএফ তহবিলে বিনিয়োগ বাড়বে এই অনুমানের ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত