ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ইস্পাহানি মির্জাপুর দেশসেরা চা ব্র্যান্ড

ইস্পাহানি মির্জাপুর দেশসেরা চা ব্র্যান্ড

ইস্পাহানি মির্জাপুর টানা ১১তমবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে। জনপ্রিয় এ ব্র্যান্ড সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে চতুর্থ শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, এনসার্চের সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজধানী ঢাকার লা মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে গত শনিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৪৫টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্য সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এই অসাধারণ অর্জন প্রমাণ করে যে, বাংলাদেশের চা শিল্পকে গড়ে তুলতে ইস্পাহানি মির্জাপুর নিরলসভাবে কাজ করে চলেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত