ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির ফলে গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমাণও বেড়েছে। মাইলফলকের দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত