ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

এবার মুশফিকের হয়ে ব্যাট ধরলেন জাকের

এবার মুশফিকের হয়ে ব্যাট ধরলেন জাকের

চলতি বছরের শুরু থেকেই রানখরায় ভুগছেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাসেনি তার ব্যাট। সে ব্যর্থতার কারণে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিয়েছেন তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেও ছন্দহীন ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। চট্টগ্রাম টেস্টের আগে তাই আলোচনায় মুশফিকের ফর্ম। এই দুঃসময়ে সতীর্থ জাকের আলিকে পাশে পেলেন। ‘মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন, এখনও করছেন’ জাকের আলি বললেন, সেই পুরোনো কথাটাই। তার এই কথায় ভুল নেই। আজও (শনিবার) যেমন দলের অনুশীলন বেলা দুইটায়, অথচ মুশফিকুর রহিম মাঠে হাজির ঘড়ির কাঁটায় ১২টা বাজার পরই। একা একাই লম্বা সময় ব্যাটিংও করেছেন। মুশফিককে যারা চেনেন, তারা জানেন, এটা তার জন্য নতুন কিছু নয়। কিন্তু মূল সমস্যা পরিশ্রমের ফল না আসায়। সব সময়ের মতো পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই; কিন্তু রান পাচ্ছেন না। শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, চার ইনিংস পৌঁছাতে পারেননি দুই অঙ্কেই।

৩৭ বছর বয়সী মুশফিকের ফর্ম নিয়ে তাই আলোচনা চলছে কয়েক দিন ধরেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জাকেরের সংবাদ সম্মেলনও এল প্রসঙ্গটা। ৯৫ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকের রান না পাওয়াটা চিন্তার কি না, এমন প্রশ্নে উইকেটকিপার ব্যাটসম্যান জাকেরের উত্তর ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

জাকেরের এ কথাটিও নির্মম বাস্তব। মুশফিকের ফর্ম নিয়ে আলোচনা বেশি, আলো বেশি, তা সত্যি। কিন্তু বাংলাদেশের পুরো ব্যাটিংয়েরই এখন বেহাল দশা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণও তো ব্যাটিংই। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পরই ৮২ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও সংগ্রহটা আড়াইশ’ বেশি করা যায়নি। জাকের তাই তাগিদ দিয়েছেন সবাইকে এগিয়ে আসার, ‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন জাকের। সে দিন অষ্টম উইকেটে তাকে ৯১ বলে ৩৫ রানের জুটিতে সঙ্গ দিয়েছিলেন হাসান মাহমুদ। পেসার হাসানের ৫৮ বলে ১২ রানের ইনিংসের দৃষ্টান্তও তুলে ধরেছেন জাকের, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে।

ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’ সোমবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তেমন কিছু দেখা যাবে তো!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত