কোপা দেল রে’র ফাইনাল নিয়ে পরিস্থিতি উত্তপ্ত ছিল আগের দিন থেকেই। উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষটাও ছিল যথেষ্ট আগুনে। আর যার মূলে ছিলেন আক্রমণাত্মক আচরণ দেখানো আন্টোনিও রুডিগার। নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
সেভিয়ার বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ফাইনালের শেষ দিকে ঘটে এই কাণ্ড।
এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউল ধরায় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ওপর ক্ষুব্ধ হন রুডিগার ও তার সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেটি ছিল বরফের টুকরো। অমন আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। তারপরও রাগে ফুঁসছিলেন এই জার্মান ডিফেন্ডার। তাকে মাঠের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাতে অনেক বেগে পেতে হয় রিয়াল মাদ্রিদের স্টাফদের। শেষের বাঁশি বাজতেই অপ্রীতিকর আচরণ করেন লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যাম। এই জনকেও লাল কার্ড দেখান স্প্যানিশ রেফারি দে বুর্গোস।