ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের খেলা...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের খেলা...

১৯৯২ সাল থেকেই ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সারা দেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এর অংশ হিসাবে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনব্যাপী টি টেন ক্রিকেটের আয়োজন করেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ।

গতকাল বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। বিসিবির ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইং এবং এনপিসিরি সহায়তায় জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ব্রোঞ্জজয়ী আলী ইমাম ও জয়তুধরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াজগতে অবদান রাখা ক্যান্সার আক্রান্ত আবদুল জলিলের জন্য চিকিৎসা সহায়তা ও শারীরিক প্রতিবন্ধী মোরশেদ খানকে কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় বিসিবি একাডেমি ভবনের সামনে বর্ণাঢ্য উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশ নেন এনপিসি বাংলাদেশের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মাসুদুল হাসান, বিসিবির পরিচালক ও বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং-এর চেয়ারম্যান মো. জুলফিকার আলী খান, এনপিসি বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ও বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং-এর নির্বাহী সদস্য ড. মারুফ আহমেদ মৃদুল।

পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চারটি দল দুদিন ব্যাপি টি টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে রূপগঞ্জে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত