
বাংলাদেশের হকির জন্য ক্রমেই হুমকি হয়ে উঠেছিল ওমান। একবার তারা জেতে তো আরেকবার লাল সবুজরা। বেশ কবছর ধরে এমনটা হয়ে আসছে। তবে তাদের এই বিষদাঁত ভেঙে দিয়েছে জুনিয়ররা। সিনিয়র র্যাঙ্কিংয়ে ওমান এগিয়ে থাকলেও জুনিয়রে সামিনরা এগিয়ে ২০ ধাপ। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের ফলাফলেও তা প্রতিয়মান। গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ে অনুষ্ঠিত খেলায় ওমানকে ১৩-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম। এই ম্যাচে তিনি একাই করেছেন পাঁচ গেল। এছাড়া রাকিবুল তিনটি, সাজু ও আবদুল্লাহ দুটি করে এবং ওবায়দুল এক গোল করেন।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১ মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ লিড নিয়ে ড্রেসিংরুমে যায়। মো. আবদুল্লাহ ৩৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি এনে দেন। আমিরুল পরের মিনিটে করেন নিজের চতুর্থ গোল। ওবায়দুল হাসান জয় ৪০ মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি আদায় করেন। আট গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের গোলক্ষুধা এতটুকুন কমেনি। শেষ কোয়ার্টারে আরও ৫ গোল হয়। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ। আমিরুল বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করে সেরা গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। তার পেছনেই রয়েছেন স্পেনের আট গোল করা ব্রুনো আভিলা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর। স্থান নির্ধারণী পর্যায়ে অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থান নির্ধারণীর পরবর্তী দুই ম্যাচ জিতলে বাংলাদেশ যুব বিশ্বকাপে ২৪ দলের মধ্যে ১৭ হয়ে শেষ করতে পারবে।