ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে পাকিস্তানি ফাহিম নোয়াখালীর চমক

রংপুরে পাকিস্তানি ফাহিম নোয়াখালীর চমক

প্রথা ভেঙে প্রথমবার ঢাকার বাহিরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে এ ফ্র্যাঞ্চাইজি লিগ। ঘরোয়া এ টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের হয় খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। অন্যদিকে আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে নিয়ে চমক দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

ফাহিমকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। পাকিস্তান টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ফাহিম। বিপিএলের পুরো আসরে তার সম্ভাবনা কম। কারণ আগামী ৭, ৯ এবং ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এছাড়া বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা আছে পাকিস্তানের।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৬ ম্যাচ খেলেছেন ফাহিম। ১৩.০৪ গড় এবং ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে এখন পর্যন্ত ২৪.৮০ গড় এবং ৭.৮০ ইকোনমি রেটে ৬০ উইকেট শিকার করেছেন ফাহিম। বিপিএলের মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ফাহিমের। ১৯টি ম্যাচ খেলে ১৭.২০ গড় এবং ৭.৫৮ ইকোনমিতে ৩০ উইকেট আছে তার। ব্যাট হাতে ২৪.২৮ গড় ও ১৮৬.৮১ স্ট্রাইক রেটে ১৭০ রান করেছেন এই ডান-হাতি ক্রিকেটার।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাতে আসছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। বয়সটা ৪০-এর কোঠায়। তারপরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যান্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ‘মিস্টার প্রেসিডেন্ট’ খ্যাত নবি। ব্যাট হাতে ঝড় তোলা শট আর বল হাতে সাশ্রয়ী বোলিং-সব মিলিয়ে নোয়াখালীর স্কোয়াডে তিনি হতে পারেন অন্যতম বড় শক্তি।

এর আগে বিপিএলে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ তিনি শিরোপাজয়ী ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন।

এবারের বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর সিলেটে। টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস।

নিলামের আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে ভেড়ায় তারা। ৩০ নভেম্বরের নিলামে যুক্ত হয়েছে পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলী। এই ধারাবাহিকতায় এবার দলে যুক্ত হলো নবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত