ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিরামিডসকে হারিয়ে ফাইনালে ফ্ল্যামেঙ্গো

পিরামিডসকে হারিয়ে ফাইনালে ফ্ল্যামেঙ্গো

দুই ডিফেন্ডারের গোলে মিশরের ক্লাব পিরামিডসকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে জায়গা করে নিল ব্রাজিলের ফ্ল?্যামেঙ্গো। ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে শনিবার ২-০ গোলে জিতেছে ফিলিপে লুইসের দল। দুটি গোলেরই উৎস ফ্রি কিক।

২৪তম মিনিটে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন লিও পেরেইরা। ৫২তম মিনিটে আরেকটি দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন দানিলো। ‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে গত বুধবার কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-১ গোলে হারায় কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।

আতলেতিকো মাদ্রিদ ও চেলসির সাবেক ডিফেন্ডার লুইসের কোচিংয়ে দারুণ ছন্দে আছে ফ্ল্যামেঙ্গো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত