ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাগরিকার হ্যাটট্রিকে নাসরিনকে উড়িয়ে দিল পুলিশ

সাগরিকার হ্যাটট্রিকে নাসরিনকে উড়িয়ে দিল পুলিশ

বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন একাডেমির বিপক্ষে ম্যাচ মানেই যেন প্রতিপক্ষের জন্য গোলের বাঁধনহারা উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য! নারী ফুটবল লিগে এবার যেমন তাদের জালে ১৫ বার গোলের আনন্দ উদযাপন করল বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ১৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে পুলিশের হয়ে হ্যাটট্রিকের আলো ছড়িয়েছেন সাগরিকা। সব মিলিয়ে এই ফরোয়ার্ড পাঁচবার পেয়েছেন জালের দেখা। এছাড়া জয়ী দলের সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাবিনা আক্তার রুবি ও রোজানা বিনতে রিজভি ২টি করে এবং সুরমা জান্নাত ও কোহাতি একটি করে গোল করেন। এ নিয়ে তিন ম্যাচে ৩৫ গোল হজম করল লিগের শিরোপাধারীরা। নবাগত দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কাছে ৮-০ গোলে হেরে যাত্রা শুরুর পর তারা হারিয়েছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের বিপক্ষে হেরেছিল ১২-০ ব্যবধানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত